Wednesday, November 20, 2013

জাবর কাটা

দুই তৃতীয়াংশ পার করে ফেললাম প্রায়...মেরে কেটে আর তিন ভাগের এক ভাগ বাকি.....এতগুলো দিন বন্দী হয়েই কাটিয়ে দিলাম। ভয় আমাকে বন্দী করে রেখে দিল...হারিয়ে ফেলার ভয় ...মনে হয়েছে, এটা হলে মানতে পারব না, ওইটা হলে বাঁচব না, সেটা না পেলে মাথা হেঁট হয়ে যাবে...

শুধুমাত্র এই জুজুই আমাকে আমার মত করে কোনোদিন বাঁচতেই দিল না...আজ যখন দেওয়ালে পিঠ.... যখন, যে যে পরিস্থিতি কে ভয় পেয়েছি...তাদের কয়েকটির সাথে দিব্যি মোলাকাত হয়েছে...হাত মিলিয়েছি...দু চারটে খোশগল্পও যে হয়নি সেটা হলফ করে বলা যাচ্ছেনা...তখন মগডালের ওপর থেকে পর্যবেক্ষণ করে (উড়তে উড়তে করতে পারলে আর ভালো হত, তবে ক্ষমতায় কুলিয়ে উঠল না) যেটা সবচেয়ে বেশি পাচ্ছে, সেটা হল হাসি। ভুল করবেন না...অন্য কারোকে দেখে না... শুধু নিজেকে দেখে...

ছোট বেলায়, আমরা ভাই বোন রা মারপিট করতাম...যখন ভাই দের সাথে পারতাম না, তখন, ওদের কাতুকুতু দিতাম...একটা মজার ব্যাপার হল যে আমার কোনোদিন কাতুকুতু লাগেনা...ফলেই ওরা কাবু...আমাকে এগোতে দেখলেই পালিয়ে যেত...ছেলেবেলার এই ছোট অভিজ্ঞতার উপলব্ধি কে যদি বড় বেলার উপলব্ধির সাথে মেলাতে পারতাম, অনেক আগেই?...।


No comments:

Post a Comment

Till Death Do Us Part

The faint glow of the setting sun glistened on the ripples of the Jhelum, as the ripples moves away one by one. The wind coming from the ...