Thursday, October 1, 2015

নিষ্ফল মায়া

কে বলে সে নির্বাক?
একাকী বৃক্ষ বা অনন্ত অরন্য

কে বলে সে নির্জীব
উৎসুক সে আপন সঙ্গীর জন্য 

নিস্পৃহতার বর্মে মানবের
নিদারুন নিষ্ঠুরতা কে তুচ্ছ করে

নিষ্কৃয় নয় সে, আদিম মায়ায়, 
আগলায়, প্রকৃতির দান, যত্ন ভরে

নিপুণ ভাবে তার ক্ষুদ্র শক্তি, নিঃশেষে
বিলোয়, মানব কল্যাণে স্নেহভরে, নিরন্তরে।

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. একটি শান্ত, গভীর কবিতা।

    ReplyDelete
  3. এত কম কথায় এত কিছু কিভাব বলেন। আপনার শ্বব্দ চয়নে মুগ্ধতা রেখে গেলাম কবি।

    ReplyDelete

Loneliness Celebrated

The lonely day is now my friend a lonely sigh, gasping for sound a lonely tear to cool my face as the wheels of time, come a round. ...