এত হিসেব, এত নিকেষ
ঘৃণা, দ্বন্দ্ব, ভয়
ক্লান্তি, বিদ্বেষ
বেসামাল আবেগের মোহনা
চেতনায় রক্তাক্ত আশ্লেষ
আবছায়াতে চেনা অবয়ব
কঠিনে ফেরায় স্রোত
নিবিড় তাপ
তুচ্ছ, গরম বালুতে পা
এরই জন্যে - এই নিমেষ
সংক্ষিপ্ত হেমন্তের বিষন্নতায়
ছাতিম গন্ধের আবেশ
নরম স্বপ্নে
ঠোঁট-ছোঁয়া আঙুলে
বিলোতে পারি, নিজেকে, নিঃশেষ।
জয়ীতা সেন রায়
I think the admin of this web site is genuinely working hafd ffor his web page, as here every
ReplyDeletedat is quality based material.