Sunday, November 20, 2016

ইচ্ছে উড়ান

এত হিসেব, এত নিকেষ
ঘৃণা, দ্বন্দ্ব, ভয়
ক্লান্তি, বিদ্বেষ
বেসামাল আবেগের মোহনা
চেতনায় রক্তাক্ত আশ্লেষ

আবছায়াতে চেনা অবয়ব
কঠিনে ফেরায় স্রোত
নিবিড় তাপ
তুচ্ছ, গরম বালুতে পা
এরই জন্যে - এই নিমেষ

সংক্ষিপ্ত হেমন্তের বিষন্নতায়
ছাতিম গন্ধের আবেশ
নরম স্বপ্নে
ঠোঁট-ছোঁয়া আঙুলে
বিলোতে পারি, নিজেকে, নিঃশেষ।

জয়ীতা সেন রায়

Loneliness Celebrated

The lonely day is now my friend a lonely sigh, gasping for sound a lonely tear to cool my face as the wheels of time, come a round. ...