Friday, February 5, 2016

আবহমান

অনেক কথা বলা হল
অবান্তর হাজার-একটা  কথা
ঘুমের কাজল, চোখের কোনে টেনে




আড়াল করি, জমাট বাঁধা ব্যাথা।













আবহমান, নদীর তীরে, আজও
সলিল-নুড়ির, সংঘাতে সখ্যতায়
অস্তরাগে, প্রভা-তিমির মিলন
হৃদয়-তরাসে, হৃদয়ের ব্যাকুলতায়।

ঈশান কোনে রং ওড়ানোর ফাঁকে
মেঘ মেদুরে খেলার সাথে,কথায়
বানভাসি হয় দামাল যত স্মৃতি
হৃদয়ের টানে অথবা অন্যথায়।

~জয়ীতা সেন রায়

Till Death Do Us Part

The faint glow of the setting sun glistened on the ripples of the Jhelum, as the ripples moves away one by one. The wind coming from the ...