আবহমান, নদীর তীরে, আজও
সলিল-নুড়ির, সংঘাতে সখ্যতায়
অস্তরাগে, প্রভা-তিমির মিলন
হৃদয়-তরাসে, হৃদয়ের ব্যাকুলতায়।
ঈশান কোনে রং ওড়ানোর ফাঁকে
মেঘ মেদুরে খেলার সাথে,কথায়
বানভাসি হয় দামাল যত স্মৃতি
হৃদয়ের টানে অথবা অন্যথায়।
~জয়ীতা সেন রায়
~জয়ীতা সেন রায়