Friday, February 5, 2016

আবহমান

অনেক কথা বলা হল
অবান্তর হাজার-একটা  কথা
ঘুমের কাজল, চোখের কোনে টেনে




আড়াল করি, জমাট বাঁধা ব্যাথা।













আবহমান, নদীর তীরে, আজও
সলিল-নুড়ির, সংঘাতে সখ্যতায়
অস্তরাগে, প্রভা-তিমির মিলন
হৃদয়-তরাসে, হৃদয়ের ব্যাকুলতায়।

ঈশান কোনে রং ওড়ানোর ফাঁকে
মেঘ মেদুরে খেলার সাথে,কথায়
বানভাসি হয় দামাল যত স্মৃতি
হৃদয়ের টানে অথবা অন্যথায়।

~জয়ীতা সেন রায়

Loneliness Celebrated

The lonely day is now my friend a lonely sigh, gasping for sound a lonely tear to cool my face as the wheels of time, come a round. ...